অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্ত শ্রমিকদের ক্ষতিপূরন ও নীতিমালা তৈরীর দাবি সংবাদ সম্মেলন

সীতাকুণ্ডে বিএম কন্টেইনার ডিপোতে অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্ত শ্রমিকদের ক্ষতিপূরন ও নীতিমালা তৈরীর দাবি সংবাদ সম্মেলন

গত ০৪ জুন সীতাকুণ্ডের বি.এম কনটেইনার ডিপোতে ভয়াবহ অগ্নিকান্ড ও বিস্ফোরণে ক্ষতিগ্রস্ত পণ্য পরিবহনযান ও নিহত পণ্যপরিবহন শ্রমিকদের পরিবারকে উপযুক্ত আর্থিক ক্ষতিপুরণ, আহত শ্রমিকদের ক্ষতিপুরণসহ উন্নত চিকিৎসা এবং সকল বেসরকারি কনটেইনার ডিপো পরিচালনায় ‘আইসিডি নীতিমালা-২০১৬, দেশীয় সংশ্লিষ্ট আইন ও আন্তর্জাতিক মানদন্ড’ অনুযায়ী নিরাপত্তা ব্যবস্থা নিশ্চিত করার জন্য সংবাদ সম্মেলন। 

আজ ১৯ জুন সকাল ১১ টায় চট্টগ্রাম প্রেসক্লাবের ইঞ্জিনিয়ার আবদুল খালেক মিলনায়তনে আন্তঃজিলা মালামাল পরিবহন সংস্থা ট্রাক ও কাভার্ডভ্যান মালিক সমিতি ও বাংলাদেশ ট্রাকচালক শ্রমিক ফেডারেশন, চট্টগ্রাম জেলা ও মহানগর শাখার যৌথ উদ্যোগে  সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়। সম্মেলনে লিখিত বক্তব্য পাঠ করেন বাংলাদেশ কাভার্ডভ্যান ট্রাক প্রাইমমুভার পণ্যপরিবহন মালিক এসোসিয়েশনের মহাসচিব ও  সাধারণ সম্পাদক চৌধুরী জাফর আহম্মদ। এসময় আরো উপস্থিত ছিলেন আন্তঃজিলা মালামাল পরিবহন সংস্থা ট্রাক ও কাভার্ডভ্যান মালিক সমিতির সভাপতি জনাব লতিফ আহাম্মদ,  বাংলাদেশ ট্রাক চালক শ্রমিক ফেডারেশনের জেনারেল সেক্রেটারি জনাব ওয়াজি উল্লাহ্, আন্তঃজিলা মালামাল পরিবহন সংস্থা ট্রাক ও কাভার্ডভ্যান মালিক সমিতির সহ-সভাপতিএ.কে.এম নবীউল হক সুমন, যুগ্ম সম্পাদক মো: আরিফুর রহমান রুবেল, সাংগঠনিক সম্পাদক মোঃ সুফিউর রহমান টিপু, ক্রীড়া ও সাংস্কৃতিক সম্পাদক মোঃ নুরে আলম রনী, সমাজকল্যাণ সম্পাদক মো: সামসুজ্জামান সুমন, সহযোগী সদস্য,  মো: শাহাদাত হোসেন জুয়েল, দেওয়ান হাট ট্রাক মালিক সমিতির যুগ্ম সম্পাদক এমরান শাহিন, বাংলাদেশ ট্রাক চালক শ্রমিক ফেডারেশন চট্টগ্রাম জেলা ও মহানগর শাখার সভাপতি মোঃ নুরুল আবছার, কার্যকরী সভাপতি জয়নাল খাঁন লাদেন, সাধারণ সম্পাদক মোঃ আলাউদ্দিন ফারুক, সিনিয়র সহ-সভাপতি মোঃ হোসেন, সহ-সভাপতি আঃ সালাম, মোঃ হানিফ, মোঃ জহির উদ্দিন, যুগ্ম সম্পাদক মোঃ ইয়ার আহম্মদ, সহ সম্পাদক মোঃ ইসমাইল, মাহমুদ আলম মিয়া, কোষাদক্ষ্য আরিফুল ইসলাম টিপু, প্রচার সম্পাদক নুর ইসলাম মাসুদ  অত্র সংগঠনের সাধারণ সদস্য ও ক্ষতিগ্রস্থ পণ্যপরিবহনযান গুলোর মালিক ও ড্রাইভারদের প্রতিনিধি। সংবাদ সম্মেলনে চৌধুরী জাফর আহম্মদ তার লিখিত বক্তব্যে  গত ০৪ জুন সীতাকুন্ডের বি এম কনটেইনার ডিপোতে ভয়াবহ অগ্নিকান্ড ও বিস্ফোরণে ক্ষতিগ্রস্থ পণ্য পরিবহনযান ও নিহত পণ্য পরিবহন শ্রমিকদের পরিবারকে উপযুক্ত আর্থিক ক্ষতিপুরণ, আহত শ্রমিকদের ক্ষতিপুরণসহ উন্নত চিকিৎসা এবং সকল বেসরকারী কনটেইনার ডিপো পরিচালনায় ‘আইসিডি নীতিমালা-২০১৬, দেশীয় সংশ্লিষ্ট আইন ও আন্তর্জাতিক মানদন্ড’ অনুযায়ী নিরাপত্তা ব্যবস্থা নিশ্চিত করার লক্ষ্যে বি.এম কনটেইনার ডিপো কর্তৃপক্ষের নিকট জোর দাবী জানান।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *