যানজট নিরসনের লক্ষ্যে মতবিনিময় সভা

পবিত্র মাহে রমজান-২০২২ ইং উপলক্ষ্যে কদমতলীস্থ আশ পাশ এলাকার যানজট নিরসরনের লক্ষ্যে পণ্য পরিবহন মালিকদের সহিত ডিসি ট্রাফিক (দঃ) বিভাগের টি.আই এর মতবিনিময় সভা অদ্য ০২.০৪.২০২২খ্রি. রোজ শনিবার আন্তঃজিলা মালামাল পরিবহন সংস্থা ট্রাক ও কাভার্ডভ্যান মালিক সমিতির কার্যালয়ে সংগঠনের সাধারণ সম্পাদক চৌধুুরী জাফর আহম্মদের সভাপতিত্বে অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন টি.আই জনাব মাবিয়ান শেখ। উপস্থিত ছিলেন অত্র সংগঠনের সাংগঠনিক সম্পাদক মোঃ সুফিউর রহমান টিপু, সমাজকল্যাণ সম্পাদক মোঃ শামসুজ্জামান সুমন, কার্যকরী সদস্য জাফর আহম্মদ ভুইয়া, সংগঠনের সম্মানিত সদস্য রায়পুর ট্রান্সর্পোট এজেন্সী, আনোয়ার ট্রান্সর্পোট এজেন্সী, মিরেরশ্বরাই পরিবহন সংস্থা, দি রাশ ট্রান্সর্পোট এন্ড ট্রেডিং, চৌমুহনী পরিবহন সংস্থা, নিউ ইডেন ট্রান্সর্পোট সার্ভিস, লাকী ট্রান্সর্পোট এন্ড ট্রেডিং সহ বিভিন্ন খুচরা ট্রান্সর্পোট এর স্বত্বাধিকারী ও প্রতিনিধিবৃন্দ।

সভায় টি আই জনাব মাবিয়ান শেখ তার বক্তব্যে পবিত্র মাহে রমজান উপলক্ষ্যে কদমতলীস্থ এলাকার যানজট নিরসনের লক্ষ্যে সকল খুচরা ব্যবসায়ীদের সড়কের দু-পার্শ্বে গাড়িগুলো যত্রতত্রভাবে না রেখে সিঙ্গেল করে, সু-শৃঙ্খল ভাবে রেখে লোড/আনলোড করার জন্য অনুরোধ করেন। এবং যানজট নিরসনের লক্ষ্যে সকলের সহযোগীতা কামনা করেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *